সভাপতি সাব্বির সাধারণ সম্পাদক তুষার
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের কমিটি গঠন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ২০:০১
নিজস্ব প্রতিবেদক


গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০১৯-২০২০ রোটারী বর্ষের কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ সায়েদুল ইসলাম বাবু, সাবেক সেক্রেটারী রোটাঃ খোরশেদ আলম কাঞ্চন, সাবেক সেক্রেটারী রোটাঃ সাহেদুল হক মোর্শেদ, রোটাঃ নাজিমুল ইসলাম এমিল প্রমুখ।
কমিটি হচ্ছে : সভাপতি এনামুল ইসলাম সাব্বির, সহ-সভাপতি সুমন, নিলয়, তৌফিক, সাধারণ সম্পাদক তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল, সোয়েব, ট্রেজারার কাজী আজিজুল হাকিম নাহিন, পরিচালক (ক্লাব) অনিক, সমাজসেবক নাজিম, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর লিটন, আন্তর্জাতিক ডিরেক্টর রকি ও এডিটর আল-আমিন।