• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তির খেড়িহর বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০১৯, ১৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর খেড়িহর বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর বাজার এলাকায় এ শাখার উদ্বোধন হয়। খেড়িহর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক মিসেস খাদিজা আক্তারের সভাপতিত্বে ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এফএবিপি মোঃ মহিবুল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের এমএ মোতালেব। বিশেষ অতিথি ছিলেন খেড়িহর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক আহম্মেদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম শোয়েব দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ শামছুল হক মিয়াজি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মীর হোসেন বাবুল, ইউপি সদস্য মোঃ তারেক ভূঁইয়া, তারেক হোসেন পাটোয়ারী, মোঃ মোতাহের হোসেন লিটন।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিক আহম্মেদ গোফরান, রফিক আহম্মেদ ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন খেড়িহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার এই প্রত্যন্ত অঞ্চলে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং  আপনাদের সেবা দিতে উদ্বোধন হয়েছে। ব্যাংকটি রক্ষা করার দায়িত্ব আপনাদের। বর্তমানে দূর-দূরান্ত থেকে জীবনের ঝুঁকি নিয়ে টাকা নিয়ে আসতে হয় না। এজেন্ট ব্যাংকিং এখন আপনাদেরকে সেবা দিতে আপনাদের হাতের নাগালে। আপনাদের সকলের ব্যাংকটির সফলতার জন্যে সকলের আন্তরিক ও সহযোগিতা কামনা করছি।