ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক পেলেন ফরিদগঞ্জের লায়ন আল-আমিন


জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক ২০১৯-এ ভূষিত হয়েছেন ফরিদগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং স্পিডি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আল-আমিন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ ও বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমানসহ বিশিষ্টজনেরা লায়ন আল-আমিনের হাতে এ পদক তুলে দেন।
ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে দুটি ক্যাটাগরিতে তিনি এ পদক লাভ করেন বলে জানা গেছে। এ বছর ব্যবসা, সমাজসেবা ও শিক্ষা গবেষণাসহ দশটি ক্যাটাগরিতে দশজন বিশিষ্ট ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তির পর লায়ন আল-আমিন বলেন, মানবতার কল্যাণে কাজ করাই আমার একমাত্র ব্রত। যে কাজের স্বীকৃতি হিসেবে আমাকে এ পদক দেয়া হয়েছে। তা সঠিকভাবে করার জন্যে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চাই।
উল্লেখ্য, তরুণ এই ব্যবসায়ীর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গ্রামে। তিনি স্পিডি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি রিয়েল এস্টেট, প্রযুক্তি, ই-কমার্স, উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসার সফল উদ্যোক্তা।