মতলব উত্তরে সরকারের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন


মতলব উত্তরে চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের উন্নয়ন বিষয়ক অলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঠেঁটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হকের সভাপ্রধানে এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।