কচুয়ায় শাজুলিয়া একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ


কচুয়ায় শাজুলিয়া একাডেমি বাংলাদেশের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার পালাখাল ইউনিয়নের দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফ মঞ্জিলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মোঃ রুহুল্লাহ শাজুলির সভাপ্রধানে ও শাজুলিয়ার পীর সাহেব আবুল হাসান শাহ মোঃ আতাউল্লাহ শাজুলির পরিচালনায় উপস্থিত ছিলেন শাজুলিয়া দরবার শরীফের পরিচালক আবুল হাসান শাহ মোহাম্মদ নূরুল্লাহ শাজুলি, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন প্রমুখ। আলোচন সভার পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির পুনরায় নির্বাচত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভাশেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।