• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মরহুর হোসেন পাটোয়ারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নবকলস একাদশ ক্লাব

যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : নূরুল আমিন রুহুল এমপি

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মরহুম হোসেন পাটোয়ারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নবকলস একাদশ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ¦ নূরুল আমিন রুহুল বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখা যায়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্যে বর্তমান সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফতিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে। যারা মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হোসেন পাটোয়ারীর স্মৃতি রক্ষায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে প্রতি বছর এ টুর্নামেন্ট আয়োজন করতে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত।
গত ৫ মার্চ বিকেলে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের পিছনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির সদস্য ইব্রাহিম ঢালী ও মমিন মিয়াজীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন।
খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী ইসমাইল হোসেন মান্নান এবং সহযোগিতায় ছিলেন সালাউদ্দিন সুমন।
টুর্নামেন্টের ফাইনালে মুন্সিগঞ্জ একাদশ স্পোর্টিং ক্লাব ও নবকলস একাদশ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে নবকলস স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় নবকলস স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান খেলোয়াড় আব্বাস চতুর্থ গোল করেন। পরে ৪-০ গোলে নবকলস একাদশ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্বাস। নবকলস একাদশ স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন গোলাম কাদের মুকুল। প্রশিক্ষক ছিলেন মোঃ আনোয়ার, টীম ম্যানেজার মোঃ সালাউদ্দিন। খেলা পরিচালনা কমিটির সদস্য ছিলেন আমির খান, মাহমুদুল হাসান জুয়েল, মোস্তফা, ওমর ফারুক প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সেলিম, মাসুম বেপারী ও টুপু।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী,  খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীসহ হাজার হাজার ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত