মতলবের বোয়ালিয়া বালিকা উবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ খানের বিরুদ্ধে অহেতুক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয়সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছেন। গত ১৪ মার্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রধান শিক্ষক এ অর্থ আদায় করেন।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, যে সকল শিক্ষার্থী স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের কাছ থেকে নির্বাচনের খরচের কথা বলে ৫শ’ টাকা, প্রিজাইডিংয়ের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩শ’ টাকা, পোলিং ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১শ’ টাকা আদায় করেছেন প্রধান শিক্ষক।
শিক্ষার্থীরা জানায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বিভিন্ন বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়েও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। অথচ কেন, কিভাবে এ টাকা স্যার আমাদের কাছ থেকে নিলেন তা আমরা বুঝতে পারছি না।
অর্থ আদায়ের বিষয়টি নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ খান বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীরা নিজেরাই চাঁদা দিয়েছে দুপুরের খাবারের জন্যে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম খান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, এখনই জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।