• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৭০ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া

দুই সপ্তাহ যাবৎ বিদ্যুৎহীন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

১৫শ’ শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০১৯, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বকেয়ার দায়ে প্রায় দুই সপ্তাহ যাবৎ বিদ্যুৎহীন হয়ে আছে চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর ফলে দাপ্তরিক সকল কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। আর এর খেসারত দিতে হচ্ছে প্রায় ১৫শ’ শিক্ষক-কর্মচারীদের। জানা গেছে, এই অফিসের প্রায় ৭০ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এজন্যে পূর্বে সতর্কবার্তা কিংবা কোনো প্রকার চিঠি না দিয়ে সরকারি গুরুত্বপূর্ণ এ দপ্তরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় চাঁদপুর বিদ্যুৎ বিভাগ। গত ২০ মার্চ চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে এ উপজেলাধীন প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারীর গত মার্চ মাসের বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা উত্তোলন বন্ধ রয়েছে। শুধু তাই নয়, দাপ্তরিক কার্যক্রমের নানা গুরুত্বপূর্ণ কাজে চরম ব্যাঘাত ঘটছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম জানান, আদালত এবং অন্য সরকারি দফতর থেকে তদন্ত রিপোর্টসহ নানা বিষয়, যা বাইরে করা ঠিক হবে না, এ রকম গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে তার অফিসে একমাত্র বিদ্যুৎ না থাকায়। এছাড়া বিভিন্ন বদলি, বৃত্তির ফলাফল, উপ-বৃত্তি প্রদান, ই-মেইল চেক করাসহ সবকিছু বন্ধ হয়ে আছে। বিষয়টি নিয়ে তিনি এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলেছেন এবং চিঠি দিয়েছেন। অথচ স্থানীয় বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থাগ্রহণ করেনি।
এ ব্যাপারে চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, বিদ্যুৎ বকেয়ার জন্যে সরকারি দপ্তরের ক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না এ রকম কোনো অপসন নেই। এটা বিদ্যুৎ বিভাগের নিজস্ব ব্যাপার  বলে তিনি দাবি করেন।