• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অটিজম শিশুদের দায়িত্ব সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের নিতে হবে : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০১৯, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অধিকার’ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে চাঁদপুর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতায় বিজয়ী অটিস্টিক শিশুদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে অটিজম সংক্রান্ত সমস্যা দূরীকরণে সকল মহলকে কাজ করতে হবে। দেশের উন্নয়নের মূল ¯্রােতধারায় অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। অটিজম আক্রান্তদের দায়িত্ব নিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে এবং অটিজম বা প্রতিবন্ধী যাতে না হয় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার সভায় সভাপতিত্ব করেন।

 

সর্বাধিক পঠিত