কচুয়ায় মুক্তিযোদ্ধা কালা মিয়ার ইন্তেকাল


কচুয়া উপজেলার ১১নং দঃ গোহট ইউনিয়নের হাজী বাড়ির মুক্তিযোদ্ধা কালা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। তিনি গত সোমবার ভোর ৫টা ২০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিকেল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদাসহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কচুয়া থানার এসআই বাহাউল ইসলাম, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভূঁইয়া প্রমুখ। মরহুমের জানাজা ও মোনাজাত পরিচালনা করেন গোহট হাজী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান।