হাজীগঞ্জে একশ’ শিক্ষার্থীকে বৃত্তি দিলো আবদুল হালিম ফাউন্ডেশন


হাজীগঞ্জে আলহাজ¦ আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার ১শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। একই দিন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত আল-বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন।
আল-বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম তালুকদারের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি.ফোর.এস’র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হায়দার ইদু চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মুজিবুর রহমান মজুমদার, বি.এফ.আই.ডি.সি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. বেনজির আহম্মেদ পাটওয়ারী, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ এসএম মানিক, সমাজসেবক মোস্তফা কামাল পাটওয়ারী প্রমুখ।
বিদ্যালয়ের পরিচালক মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক মজিব, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শাহআলম মুন্সী, উচ্চগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুল বাসার জুয়েল। এ ছাড়াও বক্তব্য রাখেন আল্-বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মিম আক্তার ও হাম্দ-নাত পরিবেশন করেন শিক্ষার্থী সুলতানা আক্তার। এরপর দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিক্ষার্থী হাবিবা আক্তার এবং আধুনিক গান পরিবেশন করেন শিক্ষার্থী সুরাইয়া আক্তার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবির তালুকদার, আলহাজ¦ আব্দুর রব পাটওয়ারী, সিরাজুল ইসলাম, দুলাল আলম ও মনির হোসেন পাটওয়ারী এবং প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, পলাশ ঘোষ, আব্দুল আউয়াল পাটওয়ারী, জাকির হোসেনসহ অতিথিবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।