• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাকসু নির্বাচনে চাঁদপুরের আল-আমিন অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত

প্রকাশ:  ০২ এপ্রিল ২০১৯, ১২:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত বহুল আলোচিত, দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চাঁদপুর জেলার সন্তান আল-আমিন গাজী ঢাবির অমর একুশে হল সংসদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে অংশগ্রহণ করে ১৩ সদস্য বিশিষ্ট হল সংসদের সদস্য পদে ৫৮৪ ভোট পেয়ে জয়লাভ করেন।
তিনি ঢাকা বিশ^বিদ্যালয়স্থ মতলব উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি (ডাকাতিয়া)-এর যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি ২০১১ সালে মতলবের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় ও ২০১৩ সালেন মুন্সীরহাট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হন।

 

সর্বাধিক পঠিত