দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া নেই
ফরিদগঞ্জে বালিথুবার রাস্তাগুলোর বেহাল অবস্থা ॥ সংস্কার জরুরি


ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের রাস্তাগুলোর দীর্ঘদিন বেহাল অবস্থা বিরাজ করছে। ইউনিয়নের পাকা রাস্তাগুলোর পাশাপাশি কাঁচা রাস্তাগুলোর অবস্থা বেশি নাজুক। যার কারণে স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী, বয়োবৃদ্ধ নারী-পুরুষ সহ সকলের চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। অনেকের ধারণা দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া না লাগায় এ অবস্থা বিরাজ করছে।
সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রায় ৪০ হাজার নারী-পুরুষের বসবাস এ ইউনিয়নে। সাবেক চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন খান নয়ন থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছিলো, তারপর চোখে পড়ার মতো আর কোনো উন্নয়ন হয় না বলে অনেকের অভিমত। এছাড়া ইউনিয়নের পাকা সড়কগুলোর অবস্থা আরো খারাপ। পাকা সড়কগুলোর মধ্যে যে কয়েকটি আছে সেগুলো একেবারেই চলাচলের অযোগ্য।
সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এ ইউনিয়নের কয়েকটি অনুষ্ঠানে এসে বলেছিলেন, আমার সময়ে পুরো গরম ভাতের পাতিলের আগে ভাতের প্লেট থাকবে এ ইউনিয়নের উন্নয়নের জন্যে। কিন্তু তাঁর কথামতো উন্নয়ন না হওয়ায় এলাকাবাসী হতাশ। এছাড়া বর্তমান চেয়ারম্যান এইচ এম হারুন তার নির্বাচনী ইশতেহারে বিভিন্ন রকম উন্নয়নের ফিরিস্তি দিয়ে থাকলেও এখন সবকিছুই অতীত। ইউনিয়নের কৃষ্ণপুর ভরাডোল খাল ব্রীজ থেকে ইসলামপুর তাফাজ্জলের দোকান পর্যন্ত সড়ক, কৃষ্ণপুর লেংড়া মার্কেট শহিদউল্লার দোকান হতে কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় হয়ে বর্তমান এমপি সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা, ইসলামপুর নবিউল্লার দোকান হতে লতিফার বাড়ি হয়ে কাজী বাড়ি পর্যন্ত রাস্তা, ইসলামপুর সিকদার বাড়ি থেকে জমদ্দার বাড়ি হয়ে কাজী বাড়ি পর্যন্ত রাস্তা, সরখাল প্রাথমিক বিদ্যালয় থেকে খান বাড়ি হয়ে হারেছ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা, সরখাল কমিউনিটি ক্লিনিক হতে সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের বাড়ি পর্যন্ত রাস্তা, শহীদ উল্লা কমান্ডারের বাড়ি হতে সিংহের বাড়ি হয়ে ওয়াপদা রাস্তা, সিংহের বাড়ি হতে রাজাপুর হয়ে বালিথুবা বরকন্দাজ বাড়ি হয়ে বালিথুবা বাজার পর্যন্ত রাস্তা, বালিথুবা অদুদিয়া মাদ্রাসা হতে সানকিসাইর রাস্তা, বালিথুবা হাই স্কুল হতে মজুমদার বাড়ি পর্যন্ত রাস্তা, বর্তমান এমপি সাংবাদিক শফিকুর রহমান সাহেবের বাড়ি থেকে মজুমদার বাড়ি রাস্তা, দেইচর মডেল একাডেমি হতে লদের বাড়ি হয়ে রাগুনি বাড়ির রাস্তা, পালের বাড়ি হতে বরকন্দাজ বাড়ি হয়ে দক্ষিণ দেইচর কমিউনিটি ক্লিনিক রাস্তা, দেইচর কালির বাড়ি হতে ওয়াপদা অভিমুখী রাস্তা, মানিকরাজ গাংগুল্লা বাড়ি ব্রীজ হতে জামতলা অভিমুখী রাস্তা সহ আরো কিছু কাঁচা রাস্তায় গত কয়েক বছর আশানুরূপ কাজ না হওয়ায় ইউনিয়নটি যেন তার আগের সৌন্দর্য হারাতে বসেছে।
এছাড়া পাকা রাস্তাগুলোর মধ্যে বালিথুবা বাজার হতে ওয়াপদা পর্যন্ত রাস্তা, বালিথুবা বাজার হতে অদুদিয়া মাদ্রাসা অভিমুখী রাস্তা, বালিথুবা বাজার হতে দেইচর কালির বাড়ি পর্যন্ত রাস্তা, সরখাল ভদ্রের বাড়ি হতে সরখাল স্কুল হয়ে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তা সহ আরো কয়েকটি পাকা রাস্তায় একেবারেই নাজুক অবস্থা বিরাজ করছে। ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, ইউনিয়নের স্থানীয় প্রশাসন তাদের পকেট ভারী করতে গিয়ে ইউনিয়নের উন্নয়নের খবর ভুলে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যম ও সরকারের বিভিন্ন খাত হতে অসংখ্য উন্নয়নের প্রজেক্ট আসলেও যার সব খবর স্থানীয় ওয়ার্ড মেম্বারগণই জানেন না বলে তারা জানান। সরকারি কর্মকর্তা এবং ইউপি সচিবদের কর্মদক্ষতার অভাবে এবং তাদের কোনো রকম তদারকি না থাকায় অত্র ইউনিয়নটি উন্নয়নের ছোঁয়া হতে বঞ্চিত হয়েছে বেশি।
এলাকাবাসীর বিশ^াস, বর্তমান চেয়ারম্যান তার বাকি সময়টুকু সঠিকভাবে অত্র ইউনিয়নের উন্নয়নের জন্যে ব্যয় করলে সাধারণ জনগণ চলাচলের ভোগান্তি হতে পরিত্রাণ পাবে। এছাড়া বর্তমান জাতীয় সংসদের মাননীয় এমপি মহোদয়ের বাড়ি যেহেতু এ ইউনিয়নে, তাই তিনি উল্লেখিত সমস্যাগুলো দূরীকরণে এগিয়ে আসবেন এটাই সকলের বিশ^াস।