• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে তথ্য অফিসের মহিলা সমাবেশ

প্রকাশ:  ০১ এপ্রিল ২০১৯, ১২:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধে হ্যাঁ বলুন-মাদককে না বলুন’-এ শ্লোগান নিয়ে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ শনিবার দুপুরে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট আলীগঞ্জের সুপারিন্টেনডেন্ট মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন খিলাবাজার সপ্রাবি ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম মোঘল, প্রধান শিক্ষক নাসরিন আক্তার, খিলাবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোতাহের হোসেন প্রমুখ।
সভায় বক্তারা উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের বিষয়ে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রচার কার্যক্রমের আওতায় তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, গুজব প্রতিরোধ, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ সদ্ব্যবহারের মাধ্যমে সরকারের ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

 

 

সর্বাধিক পঠিত