কালিরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ ভস্মীভূত
ফায়ার সার্ভিস স্টেশনের জন্যে আর কত অপেক্ষা করতে হবে ফরিদগঞ্জবাসীকে?


ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে আবারো ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহেল জানান, কালিরবাজারের মধ্যবাজারে রাত ৩টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। এতে বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি জাকির খানের সুপার শপসহ অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং আরো ৩টি প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো : জাকির খানের সুপার শপ, রাজ্জাকের ইলেক্ট্রনিক্সের দোকান, বাবুর ক্রোকারিজ, সৈয়দ পাটওয়ারীর আরএফএল ও ক্রোকারিজের গুদাম, রাজ্জাকের মুরগীর সেল সেন্টার। এছাড়া আংশিক পোড়া ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : ফরিদ পাটওয়ারীর কাপড়ের দোকান, হেলালের মুরগী দোকান, মামুনের ঔষধের দোকান, সাহাবুদ্দিনের গ্যাস সিলিন্ডারের দোকান ও হারুনের কাপড়ের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় এক কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর-এর সিনিয়র স্টাফ অফিসার মোবারক আলী জানান, খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ভোর ৩টা ৪১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হই। এর মধ্যে চাঁদপুরের ১টি ও লক্ষ্মীপুর জেলার রায়পুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট। এরা সম্মিলিতভাবে কাজ করে ভোর পৌনে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে রাতে লোকজন ছিলো না। তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত ছাড়া এ মুহূর্তে বলা যাচ্ছে না।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ রকিব উদ্দিন জানান, তিনি সংবাদ পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং ফায়ার সার্ভিস স্টেশনকে সংবাদ দিয়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
এদিকে বারবার কেনো গৃদকালিন্দিয়া ও কালিরবাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এই বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া কবে নাগাদ ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হবে, তাও জানতে আগ্রহী জনগণ। কালিরবাজারের অগ্নিকা-ের ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহেল জানান, সরকার যদি উপজেলা সদরের আশপাশে ফায়ার সার্ভিস স্টেশনের জন্যে স্থান না পায় তবে কালিরবাজারের কাছে সরকারি খাস জমি রয়েছে। আমি সহায়তা করবো। তবুও দ্রুত এটি স্থাপন হওয়া প্রয়োজন।