বাগাদী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময়


‘চাই স্বচ্ছ, জবাবদিহি ও জনঅংশগ্রহণমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান’ এ শ্লোগান নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবির সার্বিক সহযোগিতায় গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক-চাঁদপুরের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সবিতা বিশ^াস।
বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল বলেন, সনাক-চাঁদপুর এই ইউনিয়ন পরিষদের সাথে কাজ করার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে হলে প্রতিটি প্রতিষ্ঠানেরই স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। সনাক ও টিআইবি এই পরিষদের সাথে কাজ করার ফলে এই ইউনিয়নের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, সনাকের সহযোগিতায় আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড সভার আয়োজন করে থাকি। ওয়ার্ডসভায় জনগণের কাছ থেকে উত্থাপিত সুপারিশসমূহ বাজেটে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করে থাকি। তিনি আরও বলেন, টিআইবি ও সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার জন্যে সরকার যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে তার বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। আমি আমার পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার জন্যে এবং জনসাধারণের প্রাপ্য সেবা প্রদানের জন্যে সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সনাকের সাথে কাজ করার ফলে আমরা বহু অভিজ্ঞতা অর্জন করেছি এবং বহু অজানা কিছু জানতে পেরেছি। তিনি টিআইবির বর্তমান প্রজেক্ট শেষ হয়ে গেলেও বাগাদী ইউনিয়নে কাজ করার জন্যে সনাকের প্রতি আহ্বান জানান। তিনি এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করার জন্যে সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।
সভার সভাপতি সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক বলেন, বিগত দু’বছরের ভিজিডি কার্যক্রম সনাকের সহযোগিতায় অত্যন্ত স্বচ্ছতার সাথে হওয়ার ফলে পরিষদ অনেক প্রশংসিত হয়েছে। আমরা আশা করছি শুধু ভিজিডি নয়, প্রতিটি ভাতা বিতরণ পরিষদ স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই সাপেক্ষে বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, পরিষদের কার্যক্রমেও অনেক স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডিং কমিটিগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্যে সকলকে ধন্যবাদ জানান।
টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় হালনাগাদ তথ্যবোর্ড ও নোটিস বোর্ড প্রদর্শন, স্বতঃস্ফূর্ত তথ্য প্রদান, তথ্য প্রদান ইউনিটকে শক্তিশালীকরণ, তথ্য প্রদান রেজিস্টার আপডেট করা, পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহকে শক্তিশালীকরণ, ইন্ট্রেগ্রিটি ম্যানেজমেন্ট টুলবক্স বিষয়ক ওরিয়েন্টেশনে গৃহীত কর্ম-পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা বিষয়ে আলোচনা করেন পরিষদের সচিব মোঃ মহিবুবুল আহসান। এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ইছহাক গাজী, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটওয়ারী, ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্য খায়রুল আলম জনি ও টিআইবির রাজন চন্দ্র দে। এছাড়াও সভায় ইউপি সদস্যবৃন্দ, পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সনাক চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ।