মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি

চাঁদপুর শহরের পুরাণবাজারের প্রতিষ্ঠিত ছাপাখানা ব্যবসায়ী মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূঁইয়ার মালিকানাধীন মাস্টার প্রিন্টার্সে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে শাহজাহান ভূঁইয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (শুভ) তাদের হাতে আহত হয়েছেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও ঘটনার বিচার দাবিতে আইনগত ব্যবস্থা চেয়ে চাঁদপুর মডেল থানায় আহত আব্দুল্লা আল মামুন মামলা করেন।
মামলার এজাহারে জানা যায়, গত ২৮ মার্চ বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় আব্দুল্লাহ আল মামুন তার বাবার মালিকানাধীন মাস্টার প্রিন্টার্সে বসে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ করেই সকাল ১০টার দিকে তার আপন চাচা মোঃ হারুনুর রশিদ (পিতা মৃত আব্দুল হাকিম ভূঁইয়া, সাং কোড়ালিয়া রোড, থানা ও জেলা চাঁদপুর) কয়েকজন অপরিচিত ব্যক্তিকে সাথে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার থেকে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ কম্পিউটার ও আসবাবপত্রের ব্যাপক ভাংচুর করে। হামলায় ক্ষতির পরিমাণ দেড় লক্ষাধিক টাকা। তাকে বাধা দিতে গেলে হারুনুর রশিদ সন্ত্রাসী কায়দায় আব্দুল্লা আল মামুন (শুভ) কে মারধর করে আহত করে। তার ডাক-চিৎকারে প্রেসের কর্মচারীসহ আশ-পাশের মানুষজন ছুটে আসলে সে পালিয়ে যায় এবং মুক্তিযোদ্ধা শাহজাহান সহ তার পুত্র আব্দুল্লাহকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এতে আব্দুললা আল মামুনসহ তার পরিবার পরিজন মারাত্মকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা হারুনুর রশিদের হাত থেকে প্রাণে বাঁচতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য, মাস্টার প্রিন্টার্সের মালিকানা নিয়ে মুক্তিযোদ্ধা শাহজাহানের সাথে হারুনুর রশিদের বিরোধ চলে আসছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ০৪/০২/২০১৮ খ্রিঃ মোঃ হারুনুর রশিদ চাঁদপুর মাননীয় সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেশী শক্তি প্রদর্শনপূর্বক মুক্তিযোদ্ধা শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্য হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। এর পূর্বেও হারুনুর রশিদ সন্ত্রাসী কায়দায় গত ১২/০২/২০১৮ খ্রিঃ তারিখে প্রকাশ্য দিবালোকে মাস্টার প্রিন্টার্সে হামলা চালায় এবং কর্মরত থাকা অবস্থায় শাহজাহান ও তার পুত্র আব্দুল্লা আল মামুনকে হত্যার উদ্দ্যেশ্যে ছুরি হাতে হামলা করে। সে যাত্রাও তারা কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এ ব্যাপারেও আব্দুল্লাহ আল মামুন চাঁদপুর মডেল থানায় জিডি করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান হার্টের রোগে আক্রান্ত বিধায় তার পুত্র আব্দুল্লাহ আল মামুন ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ব্যাপারে তার পিতা আমমোক্তারনামা প্রদানের মাধ্যমে তাকে সকল দায় দায়িত্ব বুঝিয়ে দেন।