বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপন


২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করেছে বাকিলা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে তবররুক বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীলের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্য মোঃ হোসেন লিটন, বেলায়েত হোসেন, রবিউল আলম অরুণ, শ্যামল দাস, ইউপি সদস্য এমএ হান্নান, বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অমল ধর, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খান রনি, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মিয়াজী, বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান প্রমুখ। চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রাকিবসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওঃ মজিবুর রহমান। দোয়ার মাহফিলে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ
দিবসের শুরুতে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের শিক্ষকগণ। এরপর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগী অধ্যাপক পরিমল চন্দ্র সাহার সভাপ্রধানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার, মোশারফ হোসেন, মল্লিকা রাণী পাল, মোঃ হাফিজ উল্যাহ, হারুন অর রশিদ, ফারুক আহম্মেদ, সুভাষ চন্দ্র আইচ, এএইএম বদরুদৌজা চৌধুরী প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষকবৃন্দ।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার দিনের শুরুতেই অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য গোলাম ফারুক মুরাদসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যবৃন্দ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওঃ আবু ইউনুস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ্, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাহজামাল, অভিভাবক সদস্য মোঃ মজিবুর রহমান, আকতার হোসেন ও বিল্লাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোরশেদ আহমেদ মজুমদার, স্বপন কুমার পাল, মোঃ সেলিম, আ.ন.ম. মফিজুর রহমান, মাকছুদুর রহমান, সিনিয়র প্রভাষক নাজমা আক্তার, মোঃ সেলিম মিয়া, শিক্ষার্থী আরিফ হোসেন প্রমুখ।
প্রভাষক তৌহিদা বেগমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এ সময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালামসহ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ।
কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নূর মোহাম্মদ।
প্রভাষক লিয়াকত হোসেনের সঞ্চালনায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তপন কুমার পাল, অনাথ বন্ধু অধিকারী, অর্পিতা বর্ধন, মোশারফ হোসেন লিটন, শিক্ষার্থীদের পক্ষে জোবায়ের আহমেদ কাশেম প্রমুখ।
বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এ সময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাজীগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ উপলক্ষে মঙ্গলবার বাদ আছর ইসলামী আন্দোলন উপজেলার বাকিলা ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও তবররুক বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার ইশা মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া।
ইসলামী আন্দোলন বাকিলা ইউনিয়ন শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বাকিলা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ¦ জামাল উদ্দিন গাজী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাকিলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বেপারী
ইশা ছাত্র আন্দোলন ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন শাখার সভাপতি আলহাজ¦ মোরশেদ আলম। এ সময় আরো বক্তব্য রাখেন ওলামা আইশা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শামছুদ্দিন, ইশা যুব আন্দোলনের উপজেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি শরীফ হোসেন, ইশা শ্রমিক আন্দোলন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন। এ সময় ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সময় জীবিত মুক্তিযোদ্ধাগণসহ দেশ ও দশের কল্যাণে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।