• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশ:  ৩০ মার্চ ২০১৯, ১১:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দীপ্তবাংলা পাদদেশে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, কাজল ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফেরদৌসি বেগম রুনু, কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, জোহরা বেগমসহ দলীয় নেতৃবৃন্দ।