নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জ্বীবিত করতে হবে : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি


মতলব উত্তর উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো ২৬মার্চ রাত ১২টা ১ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধা সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন।
এরপর ধারাবাহিকভাবে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস্ গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্র্রহণে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, কুচকাওয়াজের পর শিশু-কিশোরদের শরীর চর্চা, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস এবং শিল্প ব্যাংকের সাবেক জিএম মুক্তিযোদ্ধা ওবায়েদ উল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া।
প্রধান অতিথি আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেন, পাকিস্তানীরা বাঙালির মাতৃভাষা থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সবধরনের বৈষম্য শুরু করতে থাকে, যা এ বঙ্গের মানুষ সহ্য করতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষের মধ্যে স্বাধীনতাবোধ তৈরি হতে থাকে। ফলে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
তিনি আরোও বলেন, বাংলাদেশে নানা সময়ে সরকারের পালা বদলের ফলে ইতিহাস বিকৃতি করা হয়েছে। ইতিহাস বিকৃতি থেকে আমাদের বেরিয়ে এসে নতুন প্রজন্মকে সত্যিকার ইতিহাস জানাতে হবে এবং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জ্বীবিত করতে হবে।