চাঁদপুরে মহান স্বাধীনতা দিবসে নৌ-বাহিনীর জাহাজ তিস্তা প্রদর্শন ॥ জাটকা রক্ষায় অভিযানে অংশ নেবে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ নৌ-বহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস তিস্তা সর্বসাধারণের প্রদর্শনের জন্যে উন্মুক্ত করে দেয়া হয়। ২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাহাজটি চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে পুরানো লঞ্চঘাটে অবস্থান করে। এ সময় সাধারণ মানুষ জাহাজে প্রবেশ করে তা পরিদর্শন করেন। জাহাজটি দেখার জন্যে বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোর ও বিভিন্ন বয়সের মানুষ এসে ভীড় জমায়।
জাহাজের অধিনায়ক লেঃ কমান্ডার মোদাসসেরুল হক জানান, তার নেতৃত্বে এ জাহাজটি খুলনা হতে ২৩ মার্চ চাঁদপুর আসে। এই জাহাজে ৩ জন অফিসার ও ৫২ জন নাবিক রয়েছেন।
তিনি আরো জানান, ২৭ মার্চ থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সম্পদ জাটকা নিধন রোধে তারা অভিযান পরিচালনা করবেন এবং ২৯ মার্চ খুলনার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।