কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে জেলা উদীচীর প্রদীপ প্রজ্জ্বলন


২৫ মার্চের ভয়াল কাল রাত্রিতে নিহত শহীদদের স্মরণে চাঁদপুর শহরের অঙ্গীকারের সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ২৫ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা সংসদের আয়োজনে সংগঠনের নেতা-কর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করে এ কর্মসূচি পালন করেন। তাদের সাথে একই কর্মসূচি পালন করেন মুক্তিযুদ্বের স্মৃতি সংরক্ষণ পরিষদ চাঁদপুর ও জেলা মহিলা পরিষদের কর্মকর্তাগণ। প্রদীপ প্রজ্জ্বলন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের উপদেষ্টা ব্যাংকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জহির উদ্দিন বাবর, সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, জেলা সংগীত বিষয়ক সম্পাদক প্রশিকা সরকার, জেলা মহিলা পরিষদের সভাপতি প্রধান শিক্ষক লীলা মজুমদার, কোষাধ্যক্ষ বুলি চক্রবর্তী, প্রশিক্ষণ সম্পাদিকা রিতা চক্রবর্তী, সদস্য কণ্ঠশিল্পী সুইটি মজুমদার, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, উপদেষ্টা মনীষা চক্রবর্তী, মুক্তিযোদ্বা আলহাজ্ব শাহজাহান বাবু, সদস্য পিএম বিল্লাল, বিনোদ রায় চৌধুরী নরেশ ও মোখলেছুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ টাংগাইলের সভাপতি বেগম সামছুন নাহার, জেলা উদীচীর সদস্য মোঃ নুরে আলম, নাট্য সম্পাদক মৈত্রী দত্ত, কোষাধ্যক্ষ প্রণব ঘোষ, সদস্য বর্না সরকার, শুভ অধিকারী, ফারিন আক্তার, কানাই লাল দে প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল। এ রাতে বর্বর পাকিস্তানী সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মতো পূর্ব পাকিস্তানে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে ঢাকা ও এর আশপাশে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে ইয়াহিয়ার লেলিয়ে দেয়া কুলাঙ্গাররা। পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী তারা ইতিহাসের জঘন্যতম হত্যাকা- ঘটায়। বর্বর হত্যাকা-ের এ ঘটনায় বাংলাদেশে এ দিনটি গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।