• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদরে চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ও আবিদা সুলতানা

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রাপ্ত ভোট হচ্ছে ১ লাখ ১৩ হাজার ৮শ’ ৭৩। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া (স্বতন্ত্র) পেয়েছেন ১৪ হাজার ৫শ’ ২৩ ভোট। অপর প্রার্থী জাতীয় পর্টির মোঃ মহসিন খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৬শ’ ৯৭ ভোট।
    এছাড়া আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী (বই) ১ লাখ ১৬ হাজার ৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা সুলতানা (প্রজাপতি) ১ লাখ ১০ হাজার ১শ’ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী যথাক্রমে নূরুল ইসলাম (গোলাপ ফুল) পেয়েছেন ১৩ হাজার ১শ’ ২৬ ভোট এবং শিপ্রা দাস পেয়েছেন ১৮ হাজার ৮শ’ ১৫ ভোট।
    নূরুল ইসলাম নাজিম দেওয়ান এর আগে চাঁদপুর সদর উপজেলায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

 

সর্বাধিক পঠিত