জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা অভিনন্দন
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১৩:২০
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর জেলার সাতটি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হওয়ায় তাঁদের প্রতি অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়া
আওয়ামী লীগ সমর্থিত যে সব ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন তাঁদের প্রতিও তাঁরা অভিনন্দন জানান। একই সাথে যাঁরা এই নির্বাচনী কাজে দায়িত্ব পালন করেছেন সেসব কর্মকর্তা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং দলীয় নেতা-কর্মীদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন। সর্বোপরি চাঁদপুর জেলাবাসীর প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন।