• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান

অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের কৃতজ্ঞতা

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৩:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৬ হাজার ৪৩ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ বিপুল সংখ্যক জনগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
        তার এই বিশাল জয়ে তিনি ফরিদগঞ্জ উপজেলাবাসী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের সকল নেতা-কর্মী এবং সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে সাথে তিনি উপজেলার সকল ভোটারসহ আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সকল

পর্যায়ের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি যেনো জনগণের ভোটের মার্যাদা রাখতে পারেন সে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

 

 

সর্বাধিক পঠিত