• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তির আলোচিত মাদক কারবারী আমির হোসেনের আত্মসমর্পণ

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৩:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তির আলোচিত মাদক কারবারী আমির হোসেন প্রকাশ আমির সওদাগর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম’র হাতে ফুল দিয়ে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম।
জানা যায়, শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন একজন আলোচিত মাদক কারবারী ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বেশ ক’টি মামলা আদালতে চলমান। ইতিপূর্বে বেশ ক’বার কারাবাস করেন ও সম্প্রতি আদালতের নির্দেশে তার অস্থাবর মালামাল বাজেয়াপ্ত করা হয়।
পরিবারের সদস্যদের চাপে শেষ পর্যন্ত তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে বাধ্য হন। আমির হোসেন অতীত কর্মকা- নিয়ে অনুতপ্ত হবার কথা জানান। তার মেয়ে আসমা আক্তার জানান, তাদের মাঝে বাবা এভাবে ফিরে আসায় বেশ খুশি।
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, মাদকের মতো অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে আসায় তাকে অভিনন্দন। এখনো যারা এই পথে রয়েছে তাদের আলোর পথে ফিরে আসার আহ্বান জানাই। আত্মসমর্পণের পর আমির হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, গোয়েন্দা পুলিশের ইনচার্জ নূর হোসেন মামুন প্রমুখ।

সর্বাধিক পঠিত