• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে নিয়ম রক্ষার নির্বাচন সম্পন্ন

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৩:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলায় নিয়ম রক্ষার নির্বাচন সম্পন্ন হয়েছ। ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নের মতলব উত্তর উপজেলায় ইতিপূর্বেই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের এমএ কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। গত কয়েকদিন পূর্বে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থী সমঝোতা করলেও একজন করে ২জন প্রার্থী মাঠে থাকায় নির্বাচন হয়ে দাঁড়ায় নিয়ম রক্ষার নির্বাচনে।
    এতে ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন খান সুফল উড়োজাহাজ প্রতীক নিয়ে জয়লাভ করেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শাহিনা আক্তার জয়লাভ করেন।
    নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং ও পোলিং অফিসার, আনসারসহ সর্বমোট দায়িত্বে ছিলেন ২৬শ’ ৯০জন।
    মতলব উত্তর উপজেলায় ৯৭ কেন্দ্রে ভোটকক্ষ ছিল ৫৫০টি আর ভোটার সংখ্যা ২ লক্ষ ৩২হাজার ৯৮। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন খান সুফল পেয়েছেন ১লক্ষ ২১হাজার ৫৩৮ ভোট আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা আক্তার পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৩২৩ ভোাট।

সর্বাধিক পঠিত