দুই ভায়রা ভাইস চেয়ারম্যান
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক


দুই ভায়রা ভাই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একজন সদর উপজেলায় আর অপরজন ফরিদগঞ্জ উপজেলায়। সদর উপজেলায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হচ্ছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী আর ফরিদগঞ্জে হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক নির্বাচিত জিএস তছলিম আহমেদ। তাদের উভয়েরই প্রতীক ছিলো বই। আইয়ুব আলীর প্রাপ্ত ভোট ১ লাখ ১৬ হাজার ৪৫, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোট হচ্ছে ১৩ হাজার ১শ’ ২৬। জিএস তছলিম পেয়েছেন ৪৩ হাজার ২শ’ ৫০ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুর রহমান খান পেয়েছেন ৩৮ হাজার ২শ’ ৮৯ ভোট।