• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মুখার্জী পরিবারের বাৎসরিক শীতলা ও কালী পূজা

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মুখার্জী পরিবারের শত বছরের বাৎসরিক শ্রী শ্রী শীতলা মায়ের পূজা ও কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ শনিবার উৎসব মুখর পরিবেশে চাঁদপুর শহরস্থ প্রেসক্লাব রোডে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের বাসভবনে স্থাপিত কালী মন্দিরে দুপুর ১২টায় শীতলা পূজা ও রাতে কালী পূজা অনুষ্ঠিত হয়। পূজায় বিপুল সংখ্যক ভক্ত নর-নারীর উপস্থিতি পরিলক্ষিত হয়। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের  মাঝে উপস্থিত ছিলেন রাজেষ মুখার্জী, তাপস মুখার্জী, জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা রূপালী চম্পক, লিটন সাহা, সুমন সাহা, রিপন সাহা, স্বজল সাহা, সিমু বান্টা, হারাধন চক্রবর্তী, স্বপ্না ভট্টাচার্য , কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।

 

সর্বাধিক পঠিত