• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে দ্বিমুখী লড়াইয়ে কে হাসবে বিজয়ের হাসি?

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৩:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ২৪ মার্চ রোববার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কে হাসবে বিজয়ের হাসি-সেটি দেখতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত। তবে নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী।
আজ রোববার উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচ এম গিয়াস উদ্দিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় ফেরদৌসি বেগম রুনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
এ উপজেলার ৪ জন প্রার্থী মোঃ ফারুক পাটোয়ারী (চশমা), মুবিন সুজন (তালা), মোস্তফা কামাল রনি (বই) ও বাদল ফরাজী (উড়োজাহাজ) তাদের প্রতীক পাওয়ার পর থেকে প্রচার প্রচারণা চালান। হঠাৎ করে মোঃ ফারুক পাটোয়ারী ও বাদল ফরাজী দলের উচ্চ পর্যায়ে নির্দেশনা পেয়ে তাদের প্রচারণা বন্ধ করে দেন। এদিকে মোস্তফা কামাল রনি ও মুবিন সুজন গতকাল শনিবার পর্যন্ত ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন।  নির্বাচনের ব্যালটে ৪ জন প্রার্থী থাকলেও ভোট যুদ্ধে লড়াই হবে দুজন প্রার্থীর মধ্যে। তারা হলেন : মোস্তফা কামাল রনি (বই) ও মুবিন সুজন (তালা)। অর্থাৎ লড়াই হবে দ্বিমুখী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ বিকেলে সকল ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং ও পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দেয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত