কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন
প্রত্যেক পদেই হবে হাড্ডাহাড্ডি লড়াই


আজ রোববার তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থীরা। চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন মোঃ শাহজাহান শিশির (নৌকা), আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন (আনারস) ও জিয়াউর রহমান হাতেম (কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান লড়ছেন দুই যুবলীগ নেতা শাহজালাল প্রধান (উড়োজাহাজ) ও মাহবুব আলম (তালা)। মহিলা ভাইস চেয়াম্যানপদে লড়াই করছেন মহিলালীগের চার নেত্রী। এরা হচ্ছে সুলতানা খানম (ফুটবল), সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা), আমেনা বেগম (কলস) ও শ্যামলী খান (প্রজাপতি)। এবারের নির্বাচনে প্রত্যেক পদেই তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইতিমধ্যে সম্পন্ন হওয়া নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ও কোনো কোনো ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এনিয়ে ভোটাররা দোলাচলে রয়েছে। অপরদিকে নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে উপজেলা প্রশাসন।