• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জিএস তছলিমের জয়ের সম্ভাবনা

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৯, ২০:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আগামীকাল রোববার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তিনজনের মধ্যে। এরা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক জিএস তছলিম আহমেদ (বই), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা (টিয়াপাখি) ও কারুজ্জামান সবুজ (তালা)। এই তিনজনের মধ্যে লড়াইয়ে জিএস তছলিম আহমেদ (বই) জয়লাভ করবেন এমনই বুঝা যাচ্ছে। পুরো উপজেলার নির্বাচনী মাঠ জরিপে এ চিত্র পাওয়া গেছে। সাতজন প্রার্থীর মধ্যে জিএস তছলিমের নামই শোনা যাচ্ছে ভোটারদের মুখে মুখে। যিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সন্তোষজনক ভোট পাবেন।
    ছাত্রলীগ এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে ক্লিন ইমেজধারী এ নেতা জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী হয়ে বলেন, আমি ফরিদগঞ্জবাসীর কাছে দীর্ঘদিনের পরীক্ষিত। আমার মামা ছিলেন মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠক সাবেক এমপি মরহুম এম সফিউল্যাহ। ফরিদগঞ্জে মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলাম, এম সফিউল্লাহ, রাজা মিয়া, ওয়ালিউল্লাহ নওজোয়ানসহ আরো যারা আছেন তাঁরা হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। তাঁদের নীতি অনুসরণ এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আমি করি। ফরিদগঞ্জের ভোটারদের প্রতি আমি আহ্বান জানাবো, তাঁরা প্রত্যেকে যেনো চেয়ারম্যান পদে নৌকা মার্কায় একটি করে ভোট দেয়ার পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে বই মার্কায় আমাকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেন।

সর্বাধিক পঠিত