• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিনে হাসান আলী মডেল সপ্রাবির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ০১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতির চিত্রাঙ্কন ও রচনালিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফী বন্যা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা শিল্পী দত্ত, মনির হোসেন, দিলরুবা ইয়াছমিন, আইনুন নাহার, সৈয়দ মোঃ নূরুজ্জামান কাজল, শিপ্রা চক্রবর্তী, আঁখি রাণী দত্ত, নিগার সুলতানা, কামরুন নাহার, রিতা দে, নাহার সুলতানা, সুমি মজুমদার, নাজমা আক্তার, নাদিয়া বেগম, সাইফুল ইসলাম, আব্দুল বারেক হাওলাদার, মোঃ শাহাদাত হোসেন, জাকির হোসেন, আব্দুর রহমান সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত