• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে গেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ০১:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অসুস্থতার কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদিজা আক্তার বকাউল। বৈদ্যুতিক পাখা মার্কায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাঁর নির্বাচনী অবস্থা ভালো থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে যেতে হলো ।
তিনি গত ১৮ মার্চ বেলা সোয়া ১১টার সময় রাজারগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং তার নির্বাচনী কর্মী বাহিনীর উপস্থিতিতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এবং দুঃখ প্রকাশ করে বলেন, নির্বাচনের পূর্বক্ষণে নির্বাচন থেকে সরে দাঁড়াবো তা কল্পনাও করতে পারিনি। যে সমস্ত নেতা আমার নির্বাচনী প্রচার করেছেন ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আগমী দিনেও আপনাদের পাশে থেকে দলের জন্যে কাজ করতে পারি সে দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আঃ হাদী মিয়া, ৫নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মির্জা শিউলী পারভীন মিলি, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা রোটাঃ মোঃ আলী আশ্রাফ দুলালসহ আরও অনেকে।

 

সর্বাধিক পঠিত