• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

১১৭তম দোল উৎসব

চাঁদপুর গোপাল জিউর আখড়ায় ৪০ প্রহর মহানামযজ্ঞ

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ০১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর শহরের নতুনবাজারস্থ শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় বিশ^শান্তি ও মানবকল্যাণ কামনায় ১১৭তম বার্ষিক দোল উৎসব উপলক্ষে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। যুগাবতার শ্রীকৃষ্ণের কলিযুগের জীবের উদ্ধার ও বিশ^শান্তিকল্পে মানবকল্যাণের জন্য চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। ভবসিন্ধু পাড়ের একমাত্র সম্বল হরেকৃষ্ণ মহামন্ত্র। এই নিয়ে গত বৃহস্পতিবার ভোর রাত থেকে ৪০ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়েছে।
এ বছর নাম সুধা পরিবেশন করবে বরিশালের জয়গুরু হরিচাদ সম্প্রদায়, সিরাজগঞ্জের শ্রীরূপ নারায়ণ সেবা সংঘ সম্প্রদায়, গোপালগঞ্জের লাভলী সম্প্রদায়, ফরিদপুরের আদি মহামায়া সম্প্রদায়, পাবনার গৌরাঙ্গ সম্প্রদায় ও খুলনার ভক্ত সনাতন সম্প্রদায়। ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তকে উপস্থিত থাকার জন্য এবং প্রসাদ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি দুলাল কর্মকার ও সাধারণ সম্পাদক চিররঞ্জন রায়।

 

সর্বাধিক পঠিত