মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে টাকা আদায় ॥ প্রতারক আটক
গ্রামীণ ফোনের টাওয়ার বসানোর জন্যে জায়গা নির্ধারণের নাম করে জায়গার মালিক কয়েকজনের কাছ থেকে টাকা আদায়কালে ফাইজুল (২২) নামে এক প্রতারককে আটক করেছে গ্রামবাসী। চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের খায়ের চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গ্রাম পুলিশের মাধ্যমে ইউপি চেয়ারম্যান প্রতারককে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেন। প্রতারক ফাইজুলের বাড়ি কিশোরগঞ্জ জেলার নলশ্রী গ্রামে। তার বাবার নাম সিরাজুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু জানান, যুবলীগ নেতা সালাহ উদ্দিন বাবুর কাছে গ্রামীণের মোবাইল কোম্পানির স্টাফ পরিচয় দিয়ে তাদের বাড়িতে টাওয়ার বসানো হবে এ কথা বলে কাগজপত্র ঠিকঠাক করার জন্যে আড়াই হাজার টাকা দাবি করে প্রতারক। বিষয়টি সন্দেহ হলে ঘটনাটি আমাকে অবগত করা হয় এবং সাথে সাথে গ্রাম পুলিশ পাঠিয়ে ওই প্রতারককে ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আরো কয়েকজনের সাথে টাওয়ার বসানোর কথা বলে টাকা নিয়েছে বলে প্রতারক ফয়জুল স্বীকার করে।