• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইফার আলোচনা ও মিলাদ

বাঙালির আত্মপরিচয় ধরে রাখতে বঙ্গবন্ধু কাজ করে গেছেন : আবু নঈম পাটওয়ারী দুলাল

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন করো রঙিন’ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে বিভিন্ন মসজিদের ইমাম ও ইফার মউশিক কেন্দ্রের শিক্ষকদের নিয়ে এ আলোচনা সভা, মিলাদ ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তাঁর বক্তব্যে  বলেন, দেশ স্বাধীন না হলে আজ আমরা এভাবে দেশের জন্যে কথা বলতে পারতাম না। বাঙালির আত্মপরিচয় ধরে রাখতে বঙ্গবন্ধু কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর ত্যাগকে স্মরণ করে ব্যক্তিস্বার্থ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সঠিক ইসলাম প্রচার করতে  ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আজ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেম ওলামাগণ সরকারি চাকুরির  সুযোগ সুবিধা পেয়েছেন।
    অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপ্রধানে ও ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন। ইফার ফিন্ড অফিসার মোঃ আলী আজগর। উপস্থিত ছিলেন ইফার হিসাবরক্ষক মোঃ আবদুল হালিম, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ সোলাইমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক গণ ও শিশু শিক্ষার শিক্ষকগণ। মাহফিলে  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওঃ মোঃ খাজা জুবায়ের। পরে সকলের মাঝে তবররুক বিতরণে করা হয়।

 

সর্বাধিক পঠিত