• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

২ দিনের সফরে শিক্ষামন্ত্রী আগামীকাল চাঁদপুর আসছেন

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ২ দিনের সফরে আগামীকাল ২২ মার্চ শুক্রবার চাঁদপুর আসছেন। এদিন তিনি বেলা ১১টা ৪৫ মিনিটে লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। এ সফরে শিক্ষামন্ত্রী নিজ সংসদীয় এলাকার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
    শিক্ষামন্ত্রী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান সেলিম খানের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সন্ধ্যা সাড়ে ৮টায় পুরাণবাজার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভায় যোগদান করবেন।
    পরদিন অর্থাৎ ২৩ মার্চ শনিবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান, বেলা ১২টায় পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে শহীদ দিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর শিক্ষামন্ত্রী দুপুর ১টায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সন্ধ্যা ৭টা চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরশেষে ২৪ মার্চ রোববার সকাল ৯টায় লঞ্চযোগে শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

সর্বাধিক পঠিত