• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আব্দুল আউয়াল গাজী সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে : মোঃ জাহেদ পারভেজ চৌধুরী

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নের আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মার্চ বুধবার  দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।                    
    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ যারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা কিন্তু এ রকম স্কুলে পড়াশোনা করতেন। কাজেই তোমাদেরও ভালো মানুষ হতে ভালোভাবে পড়ালেখা করতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের রোল মডেল।
    তিনি আরো বলেন, একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে পারেন, তাহলে তারা একদিন বড় কিছু হবে। এদের পরিবার হয়তো স্বপ্ন দেখাতে পারেন না। কিন্ত সেটা আপনারা শিক্ষকরা পারেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে।
    শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। তোমরা স্বপ্ন দেখবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হতে। তোমরা স্বপ্ন দেখবে ভালো কিছু করতে। আমাদের পুলিশ প্রধান, তিনি চাঁদপুরের মানুষ। তিনি তোমাদের মতোই স্কুলে পড়তেন। ভালো পড়াশোনা করেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হয়েছেন। তোমরা তাঁদের মতো হতে স্বপ্ন দেখতে হবে।                         
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, ওসি তদন্ত মোহাম্মদ হারুনুর রশিদ, তরপুরচ-ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ মোল্লা প্রমুখ।
    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্যাংক কর্মকর্তা সামীম আহমেদ খান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা। এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ মোস্তফা মাল। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, উত্তর শ্রীরামদী সপ্রাবির প্রধান শিক্ষক  শাহাজান সিদ্দীকী, বিষ্ণুদী সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ জুলফুর রহমান, পূর্ব দাসাদী সপ্রাবির সহকারী শিক্ষক মোঃ শওকত আলী মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, শেখ মোঃ তাজুল ইসলাম, মোঃ দুদু খানসহ  শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন।
    

 

সর্বাধিক পঠিত