মানবিক ঢাকা সোসাইটি সৌদি আরব শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


মানবিক ঢাকা সোসাইটি সৌদি আরব শাখার আয়োজনে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিলেন সোসাইটির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চোকদার।
গতকাল বুধবার সকালে অনুষ্ঠানে উত্তর শ্রীরামদী সপ্রাবি ও আক্কাছ আলী প্রাথমিক বিদ্যালয়ের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীমকোর্ট ও চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক, পরিবেশ সংরক্ষণ আন্দোলনের শহর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহআলম বেপারী, সাংবাদিক শাহআলম মল্লিক, উত্তর শ্রীরামদী সপ্রাবির প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী, মানবাধিকার কমিশন জেলা শাখার চেয়ারম্যান ডাঃ শেখ মহসিন খান ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিক খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন রাসেল পারভেজ, টিপু সুলতান, আহমেদ রমজান, নোমান হোসেনসহ এলাকাবাসী।