• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচর চরভাঙ্গা উবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে : নূর হোসেন পাটোয়ারী

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ০৯:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় বার্ষিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেকে এবং দেশকে বিশে^র কাছে অতি অল্পসময়েই পরিচিতি করা যায়। আমি জানি উপজেলার ভালো স্কুলগুলোর মধ্যে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় অন্যতম। এ বিদ্যালয় ভালো ফলাফল এবং খেলাধুলায় সমানতালে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
    তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সকল ক্ষেত্রেই এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ থেকে এ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দ্রুত পৌঁছে দেয়া হবে। বিদ্যালয়ের ২টি গেট নির্মাণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ফজলুর রহমানের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক শাহনেওয়াজ টেলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মোঃ আবু জাফর, সমাজসেবক মোক্তার আহমেদ ও মোঃ ইমাম হোসেন। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য কাউছার বেপারী, মুনছুর আহমেদ শিকদার, আঃ গনি, মাঈনুদ্দিন রাজু, মহিলা সদস্য আমেনা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
   

সর্বাধিক পঠিত