বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে উদয়ন শিশু বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি
প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৯:৫০
নিজস্ব প্রতিবেদক


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে উদয়ন শিশু বিদ্যালয়, চাঁদপুর কর্তৃপক্ষ বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দর্যালি বের করে। র্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে জাতির জনকের জীবনীর উপর আলোচনা সভা ও তাঁর জন্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মাহমুদুল হাসান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানাদিক নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় জাতির জনকের অবদান। শিক্ষার্থীরা জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা জাতির জনকের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রতিজ্ঞা করেন।