ফরিদগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও অভিভাবক সমাবেশ
শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারলে তারা এগিয়ে যাবেই : অ্যাডঃ আব্বাস উদ্দিন


ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী এলাকায় (বর্ডার বাজারে) বিজি মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা ও প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ মুকবুল আহাম্মেদ বিএসসির সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ আব্বাস উদ্দিন।
তিনি বলেন, ক্রীড়া মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ হয়। অন্যদিকে মেধাবীদের সম্মাননা প্রদান করলে তারাও নিজেদেরকে আরো শাণিত করতে চেষ্টা করে। মোটকথা যেভাবেই হোক না কেন শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারলে তারা এগিয়ে যাবেই। বিজি মডেল একাডেমি শুধু লেখাপড়ায় নয় ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে চলছে, আজকে আমরা তার কিছুটা হলেও আভা দেখতে পেলাম। আমি চেষ্টা করবো এই প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নিয়ে যেতে সহায়তার হাতে বাড়াতে।
বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন, পরিচালক অ্যাডঃ আফম রেজাউল করিম বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রতিষ্ঠানের জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।