• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রূপসায় নির্বাচনী সভায় চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম রোমান

প্রতিটি কেন্দ্রে নৌকার বিজয় হলে ফরিদগঞ্জ উন্নয়নের রোল মডেল হবে

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশে উন্নয়ন হয়েছে, দেশ এগিয়ে গেছে। সর্বশেষ গত ১০ বছরে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ দ্রুত উন্নতশীল দেশের সারিতে এগিয়ে চলছে। এখন আমাদের মাথাপিছু গড় আয় ১৯০৯ ডলার হয়েছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ফরিদগঞ্জবাসী উন্নয়ন চায়। আর নৌকার হলো উন্নয়নের প্রতীক। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনারা ২৪ মার্চ ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে নৌকার বিজয় নিশ্চিত করলে ফরিদগঞ্জ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হবে। সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার করে দারিদ্রতাকে শূন্যের কোটায় নিয়ে আসার চেষ্টা করবো।
    তিনি বলেন, আমার বাবা মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলাম পাটওয়ারী এ এলাকায় জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তিনি কাজ করে গেছেন। লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করেছেন। সেই পরিবারের সন্তান হিসেবে আমিও আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে বিশ^াসী। জাতির পিতার আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের রায় পেলে সকল অপশক্তিকে পাশ কাটিয়ে ফরিদগঞ্জকে নতুনভাবে সাজিয়ে তুলবো। এজন্যে দলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং উন্নয়নের সমর্থনকারী জনসাধারণকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
    রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্ব ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, বন ও পরিবেশ বিয়ষক সম্পাদক রফিকুল আমিন কাজল, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, লোকমান তালুকদার, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান ও সাইফুল ইসলাম রিপন। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান পৌর এলাকায় বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেন।

 

সর্বাধিক পঠিত