চাঁদপুরে মাসব্যাপী ইরানী ও তুর্কি পণ্য মেলা শুরু আজ
প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ১৩:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ২০ মার্চ থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরে মাসব্যাপী ইরানী ও তুর্কি পণ্য মেলা শুরু হচ্ছে। চাঁদপুর প্রেসক্লাব (নিচতলায়) কমিউনিটি সেন্টারে মাসব্যাপী এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় ইতিমধ্যে আয়োজকরা তাদের পণ্য সামগ্রী নিয়ে বেশ কটি আইটেমের স্টল সাজিয়েছেন। ক্রেতারা ইরান ও তুর্কি থেকে আসা বিভিন্ন পণ্য সামগ্রী, প্রসাধনী, ক্রোকারিজ, কসমেটিক্স ও বিদ্যুতের ঝাড় বাতিসহ মসল্লা ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।