• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

আসুন আমরা সোনার বাংলাকে লালন করি পরবর্তী প্রজন্মের জন্যে : মোঃ জাহেদ পারভেজ চৌধুরী

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১২:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ রোববার দুপুরে ইফা কার্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামিক ফাউন্ডেশন জাতির জনকের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান ইসলামের মৌলিক বিষয়ের উপর মানুষের কল্যাণে কাজ করে। এখান থেকে যুগ যুগ ধরে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, ইসলাম ধর্ম মানুষের মঙ্গলের জন্যে। এখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো সুযোগ নেই। আসুন আমরা সোনার বাংলাকে লালন করি পরবর্তী প্রজন্মের জন্য।
    ইফা চাঁদপুরের উপ-পরিচলক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইফার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, জেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ আলী আজগর। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ সানাউল্লাহ। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন আব্দুল্লাহ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মাহবুবুর রহমান । উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন কেন্দ্রের শিক্ষক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
    এছাড়া ইফার অধীনে চাঁদপুরের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে ওইদিন সকালে একযোগে ১১২২টি প্রাক-প্রাথমিক কেন্দ্র, ১৩টি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা, কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে র‌্যালি, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত