• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মহিউদ্দিন। পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদগঞ্জের ফিল্ড সুপারভাইজার মোঃ মজিবুর রহমান। এ সময় মসজিদভিত্তিক মক্তব ও প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক, অভিভাবক ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত