গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
শিশুর মেধাবিকাশে ক্রীড়া ও সহশিক্ষা পাঠ্যক্রম অনন্য ভূমিকা রাখে : মুহম্মদ শফিকুর রহমান এমপি


জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের শিশুরা প্রতিদিন বিদ্যালয়ে আসে, শ্রেণিশিক্ষা গ্রহণ করে। এটা তাদের নিয়মিত চর্চা। এতে তাদের লেখাপড়ার উন্মেষ ঘটে। কিন্তু প্রকৃত মেধার বিকাশ ঘটাতে পারে ক্রীড়া ও সহশিক্ষা পাঠ্যক্রম। স্কাউটিং, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চা এবং নিয়মিত ক্রীড়াচর্চা তাদেরকে লেখাপড়ার সাথে সাথে কাক্সিক্ষত লক্ষ্যবস্তুতে নিয়ে যেতে পারে। আজকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাশরাফি, সাকিব, মুশফিক যাঁর কথাই বলি না কেনো, তাঁরা প্রত্যেকেই নিয়মিত লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার সাথে জড়িত থাকার কারণে তাদের আজ বিশ্বজোড়া নাম। তাঁদের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। তাই আমাদের শিক্ষার্থীরাও যাতে এসব বিষয়ে চর্চা নিয়মিত অব্যাহত রাখতে পারে সেজন্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে আরো বেশি আন্তরিক হতে হবে। গত রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইদ্রিছ মিয়ার সভাপ্রধানে ও প্রধান শিক্ষক আঃ লতিফ খানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ, থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহম্মেদ মজুমদার ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ।
প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় ঘোষণা দিয়েছেন ‘গ্রাম হবে শহর’। আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় আমি কথা দিচ্ছি, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পিছিয়ে থাকা ফরিদগঞ্জ যেনো অগ্রাধিকার পায় সে চেষ্টা আমি করবো। শিক্ষা, ক্রীড়াসহ সকল ক্ষেত্রে উপজেলাটি যেনো এগিয়ে যায় সেজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরে আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।