চেয়ারম্যান প্রার্থী রোমানের পক্ষে ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের গণসংযোগ
ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরাম ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমানের পক্ষে গণসংযোগ করেছে। গত ১৬ মার্চ শনিবার ফোরামের সভাপতি এসএম মুনীর হোসেন মুনীর ও সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ সুমনের নেতৃত্বে উপজেলার চান্দ্রা বাজার, বালিথুবা বাজার, পাটওয়ারী বাজার, শোল্লা বাজার, মুন্সিরহাট বাজার, কামতা বাজার, গল্লাক বাজার, আস্টা বাজার, চৌরাঙ্গী বাজার, পাইকপাড়া, কড়ৈতলী, গাজীপুর, বটতলী বাজার, কালির বাজার, বেড়ির বাজার, সন্তোষপুর, বিরামপুর, ফিরোজপুর, রামপুর বাজার, গোয়ালভাওর বাজার হয়ে ফরিদগঞ্জ বাজারে এসে গণসংযোগ শেষ হয়।
সন্ধ্যার পরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রসু মিয়া, ফারুক আহমেদ, মোজাম্মেল হক আজম, ফয়সাল আহমেদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সাউদ, এম জাফর হোসেন জয়, লক্ষ্মণ দাস, প্রচার সম্পাদক জাকির হোসেন জনি, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক নূরুন্নবী বাপ্পী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন, অর্থ সম্পাদক সাহাদাত হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মামুন বকাউল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনিছুজ্জামান, মানবসম্পদ সম্পাদক রোবায়েত হোসেন জুয়েল প্রমুখ।
প্রেসক্লাবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরন্নবী নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় ফরিদগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে সকল ক্ষেত্রে ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামকে সহযোগিতার জন্যে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহায়তা কামনা করা হয়।