কচুয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আব্দুল জব্বার বাহার

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোঃ শাহজাহান শিশিরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দোয়াত কলম মার্কার প্রার্থী সৈয়দ আব্দুল জব্বার বাহার। তিনি গতকাল সোমবার বিকেলে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে কচুয়া রেদোয়ান চাইনিজ রেস্টুরেন্টে তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ.কে.এম. আফজাল মুুন্সী, আকতার হোসেন রানা, ফখরে আলম খোকন, অ্যাডঃ সিদ্দিকুর রহমান বাবুল, জাফরুল হাসান খোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্র্রাহীম খলিল বাদল। এ সময় কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি মনির মুন্সী, মফিজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক অর্থ সম্পাদক শ্যামল কান্তি ধর, দপ্তর সম্পাদক আবু সাঈদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শান্ত চন্দ্র ধর, সদস্য ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।